শিরোনাম
কেউ আমাকে থামাতে পারবে না: দুতার্তে
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১৭:০৭
কেউ আমাকে থামাতে পারবে না: দুতার্তে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাদক সমস্যা আরো প্রকট আকার ধারণ করলে বা খারাপের দিকে গেলে ফিলিপাইনে সামরিক আইন জারি করবেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে, এ সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে কেউ তাকে থামাতে পারবে না। শনিবার সন্ধ্যায় নিজ শহর দাভাওয়ে ব্যবসায়ীদের সাথে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

 

তিনি বলেন, ‘ফিলিপাইনের মানুষদেরকে রক্ষা করা আমার কর্তব্য। আমি আপনাদেরকে বলছি, আমি যদি সামরিক আইন ঘোষণা করতে চাই, আমি তা করব। আমি সুপ্রিম কোর্টকে তোয়ক্কা করি না। কেউ আমাকে আটকাতে পারবে না।’

 

তিনি আরো বলেন, ‘কারো জীবন এবং জাতিকে রক্ষার অধিকার আমার রয়েছে… এটি সবকিছু এবং সকল সীমাবদ্ধতার উর্ধ্বে।’   

 

ফিলিপাইনের সংবিধানের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ১৯৮৭ সালের সংবিধান অনুযায়ী, বহিরাক্রমণ বা বিদ্রোহের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট সামরিক আইন জারি করতে পারবেন।

 

এই আইনে অবশ্য মাদকাপরাধের দায়ে সামরিক আইন জারির বিষয়ে কিছু বলা নেই। কংগ্রেস এবং সুপ্রিম কোর্ট যে কোনো ঘোষণার বিষয়ে রিভিউ করার ক্ষমতা রাখে।

 

কিন্তু দুতার্তে বলেন, ‘ফিলিপিনো মানুষ এবং সে দেশের যুব সমাজকে রক্ষা করতে ‘হেবিয়াস করপাস’ স্থগিত করা আমার দায়িত্ব। কোনো বহিরাক্রমণ বা বিদ্রোহ নয়, নয় কোনো সংকট; আমি আমার জাতিকে রক্ষা করতে সামরিক আইন জারি করব। ’

 

এবারই প্রথম নয়, এর আগেও সামরিক আইন জারির বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন দুতার্তে। তবে চলতি মাসের শুরুতে দুতার্তে জানিয়েছিলেন সামরিক আইন জারি করার কোনো পরিকল্পনা নেই তার। বিষয়টিকে ‘ননসেন্স’ উল্লেখ করে তিনি বলেন, অতীতে কখনো এই আইন জারির মাধ্যমে ফিলিপাইনবাসীর জীবনযাত্রার উন্নয়ন ঘটেনি।

 

উল্লেখ্য, গত জুলাইয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দুতার্তে। এরপর থেকে এখন পর্যন্ত মাদকবিরোধী এ অভিযানে মেয়রসহ অন্তত ছয় হাজার মানুষকে খুন করে নিরাপত্তা বাহিনী। সূত্র: আল জাজিরা

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com