শিরোনাম
ভারতে ফের করোনা সংক্রমণ বৃদ্ধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ১২:৫৫
ভারতে ফের করোনা সংক্রমণ বৃদ্ধি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের দৈনিক করোনা সংক্রমণ এক লাফে বেড়েছে ১০ হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, বুধবার দেশটির দৈনিক কোভিড শনাক্তের সংখ্যা ৩৫ হাজার ১৭৮। মঙ্গলবার ভারতে শনাক্ত হয়েছিলো ২৫ হাজার ১৬৬ জন। সব মিলিয়ে ভারতে মোট শনাক্তের সংখ্যা হলো ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭।


সংক্রমণ বাড়লেও বাড়েনি ভারতের দৈনিক মৃত্যু। গত পাঁচ দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪৪০ জনের। পুরো মহামারি পর্বে ভারতে করোনা প্রাণ কেড়েছে ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জনের।


ভারতের মধ্যে কেরালা রাজ্যের অবস্থা সবচেয়ে লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এ রাজ্যে শনাক্ত হয়েছে ২১ হাজার ৬১৩ জনের। মহারাষ্ট্রে আগের থেকে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেখানে শনাক্তের সংখ্যা ৪ হাজার ৪০৮। এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৮০৪), কর্নাটক (১,২৯৮), অন্ধ্রপ্রদেশ (১,০৬৩)। ওড়িশা এবং আসামেও আক্রান্তের সংখ্যা এক হাজারের নীচে নেমেছে।


পশ্চিমবঙ্গ রাজ্যে সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতির জেরে ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৪১৫ জন। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৬৯৫ জনই কেরালায়। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে সক্রিয় রোগী রয়েছেন ৬৪ হাজার ৭৯০ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com