শিরোনাম
‘ইয়েমেনে জানাজায় হামলায় সৌদি জোটই দায়ী'
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ০৯:১৬
‘ইয়েমেনে জানাজায় হামলায় সৌদি জোটই দায়ী'
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইয়েমেনের রাজধানী সানায় জানাজায় সৌদি নেতৃত্বাধীন জোটেরই একটি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছিল বলে সৌদি আরব গোপনে স্বীকার করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে বিবিসি।


সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর ওই হামলায় অন্তত ১৪০ জন নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়। নিহতদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। গত দুই বছর ধরে চলে আসা যুদ্ধে হতাহতের দিক দিয়ে সবচেয়ে বড় ঘটনাগুলোর মধ্যে এটি একটি।


শনিবারের ওই হামলার বিষয়ে একটি তদন্ত শুরু করেছে সৌদি আরব। এ ঘটনায় তাদের সাথে তদন্তে যোগ দিয়েছে মধ্যপ্রাচ্যে তাদের বেশ কয়েকটি মিত্র দেশ।


এর আগে জাতিসংঘের প্রধান মানবাধিকার কর্মকর্তা, জাঈদ রা'দ আল হুসেইন, ওই ঘটনায় সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়ে একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিলেন।


তার একজন মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘দায়িত্ব কাউকে নিতে হবে, এখানে ন্যায়বিচারের প্রয়োজন আছে। দায়িত্ব ও ন্যায়বিচার না থাকার কারণে এ ধরনের গুরুতর মানবাধিকার লংঘনের ঘটনা ঘটে যাচ্ছে। এ ধরনের দায়মুক্তি চলতে পারে না।’


শনিবারের হামলাটি এতটাই ভয়াবহ ছিল, ব্রিটেনও তদন্তে অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছিল। ব্রিটেনের সেই অনুরোধে সায় দিয়েছে সৌদিরা। রিয়াদ বলছে, যুক্তরাষ্ট্রও তদন্তের সাথে সম্পৃক্ত রয়েছে। তবে মানবাধিকার গোষ্ঠিগুলো একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়ে আসছে।


সৌদি সূত্রগুলো জানায়, তদন্তে বিমানের ডাটা রেকর্ডিং, প্রত্যক্ষদর্শীদের সাক্ষী এবং সামরিক গোয়েন্দা তথ্য খতিয়ে দেখা হবে।


ইয়েমেনে সৌদি গোয়েন্দা বাহিনীর অনেক তথ্যদাতা রয়েছে। সুতরাং, সেই শেষকৃত্য অনুষ্ঠানে যে কিছু হুতি বিদ্রোহী নেতা এবং সৌদি মিত্র উপজাতি নেতারাও রয়েছে সেটি সৌদি সামরিক কর্মকর্তাদের জানা থাকার কথা। তবে বিমানের পাইলট নিজেই বোমা ফেলেছে নাকি তাকে উচ্চপর্যায় থেকে হামলা চালানোর নির্দেশনা দেয়া হয়েছিল সেটি এখনো পরিষ্কার নয়।


সৌদি একজন কর্মকর্তা জানান, তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হবে না। তদন্ত শেষ হতে কত সময় লাগবে তাও নিশ্চিত নয়।


উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে সরকারের বিরোধী শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে সৌদি ও তার মিত্র দেশগুলো। তাদের হামলায় এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত ও প্রায় ১৬ হাজার আহত হয়েছে। সূত্র: বিবিসি


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com