শিরোনাম
পেন্টাগনের কাছে গোলাগুলি, পুলিশ অফিসার নিহত
প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১৫:০৬
পেন্টাগনের কাছে গোলাগুলি, পুলিশ অফিসার নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন সেনা সদর দফতর পেন্টাগন ভবনের কাছে গোলাগুলিতে একজন পুলিশ অফিসার নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলো জানায়, গোলাগুলির পর পেন্টাগন ভবন বন্ধ করে দেয়া হয়। পেন্টাগন কমপ্লেক্সের কাছে বাস প্লাটফর্মে ওই গোলাগুলি হয়েছে।


পেন্টাগন ফোর্স প্রটেকশন এজেন্সি জানায়, পেন্টাগন ভবন থেকে এরইমধ্যে লকডাউন তুলে নেয়া হয়েছে এবং তা পুনরায় খুলে দেয়া হয়েছে। করিডর ২ এবং মেট্রো প্রবেশপথ এখনো বন্ধ রয়েছে। তবে পথচারীদের চলাচলের জন্য করিডর ৩ খুলে দেয়া হয়েছে। প্রতিদিন চলাচলের জন্য পেন্টাগনের হাজার হাজার লোক মেট্রো বাস প্লাটপর্ম ব্যবহার করে থাকে।


পেন্টাগন ভবনের কাছে গোলাগুলির পর পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের তৎপরতা
পেন্টাগন মেট্রো এলাকায় গোলাগুলির ঘটনা সম্পর্কে আর্লিংটন ফায়ার অ্যান্ড ইএমএস এক টুইটার বার্তায় জানায়, গোলাগুলিতে আহত কয়েকজনকে তারা চিকিৎসা দিয়েছে।


চলতি বছর আমেরিকায় গোলাগুলির ঘটনায় ১৮৫ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন যার মধ্যে ৩৫ জন মারা গেছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com