শিরোনাম
যৌন নিপীড়ন প্রমাণিত: গভর্নরকে পদত্যাগের আহ্বান বাইডেনের
প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১১:২৮
যৌন নিপীড়ন প্রমাণিত: গভর্নরকে পদত্যাগের আহ্বান বাইডেনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।


প্রতিবেদনে বলা হয়, স্বাধীন তদন্ত কমিশনের অনুসন্ধানে নিউ ইয়র্কের গভর্নরের বিরুদ্ধে একাধিক নারীকে হেনস্তা করার প্রমাণ পাওয়ায় তাকে পদত্যাগ করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।


এর আগে তদন্ত কমিশনের প্রধান, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস বলেন, গভর্নর প্রাদেশিক ও ফেডারেল আইন লঙ্ঘন করেছেন, এটি প্রমাণিত।


তবে এন্ড্রু কুমো আবারো বলেছেন, তিনি কোনো নারীকে হনস্তা করেননি। তিনি গভর্নর হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


এ ব্যাপারে হোয়াইট হাউসে রিপোর্টারদে কাছে নিজের মনোভাব ব্যক্ত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমি মনে করি, তার পদত্যাগ করা উচিত। প্রাদেশিক আইন প্রণেতারা কুমোকে ইমপিচ করার উদ্যোগ নিতে পারেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com