শিরোনাম
ভারতে ফের করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে
প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১১:১০
ভারতে ফের করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে আবারো বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৬৪০ জনের। এ সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন।


বুধবার (২৮ জুলাই) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।


এ পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫ জন। সব মিলিয়ে করোনায় মৃত্যু হয়েছে চার লাখ ২২ হাজার ২২ জনের।


মঙ্গলবার ১৩২ দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণ নেমেছে ৩০ হাজারের নিচে। এদিন করোনাক্রান্ত হন ২৯ হাজার ৬৮৯ জন। মৃত্যুও নেমেছিল ৫০০'র নিচে। গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিলো ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।


গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে শনাক্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।


বুধবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪১ লাখ ৯৩ হাজার ১৫৫ জনের, করোনাক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৫৯ লাখ ৯১ হাজার মানুষ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com