শিরোনাম
ইরানে বিপুল পরিমাণ অস্ত্রসহ ২৫ ইসরাইলি গুপ্তচর গ্রেফতার
প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৮:১৫
ইরানে বিপুল পরিমাণ অস্ত্রসহ ২৫ ইসরাইলি গুপ্তচর গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানে বিপুল পরিমাণ অস্ত্রের চালানসহ ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের ২৫ চরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১১ কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল, ৭ হাজার কালাশনিকভের গুলি ও ১৫ হাজার পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।


ফার্স নিউজ জানিয়েছে, গ্রেফতারকৃত মোসাদের ২৫ চর ইরানে গুপ্তহত্যা চালানোর জন্য এই বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে সংগঠিত হচ্ছিল। কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী তাদের ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে।


ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের দাবি করেছে, গ্রেফতারকৃত চররা ইরানের সাম্প্রতিক পানির দাবিতে যে বিক্ষোভ চলছে সেখানে অন্তর্ঘাতমূলক কাজ করার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিল।


সম্প্রতি ইরানের খুজেস্তান প্রদেশে পানির সংকট দেখা দেয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।বিক্ষোভে সরকারবিরোধী স্লোগান দেয়া হয়।শুধু তাই নয়, খুজেস্তান প্রদেশের ইজেহ শহরে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবে উৎখাত হওয়া পশ্চিমা-সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভির পক্ষে স্লোগান দেয়া হয়।


ইসরাইলের গোয়েন্দা সংস্থার চররা এই বিক্ষোভে নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করছিলো।এর আগেও ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের চররা ইরানে নাশকতামূলক কর্মকাণ্ডসহ দেশটির একাধিক বিজ্ঞানীকে হত্যা করেছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com