শিরোনাম
হিমাচলে ভূমিধসে ৯ পর্যটক নিহত
প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১১:১৪
হিমাচলে ভূমিধসে ৯ পর্যটক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। প্রদেশটির কিন্নর জেলার বাদসেরি গ্রামে রবিবার ওই ভূমিধসে পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে একটি পর্যটকবাহী একটি গাড়ির ওপর পড়লে এদের মৃত্যু হয়।


ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) বরাতে এএনআই জানিয়েছে, গাড়িটিতে ১১ আরোহী ছিলেন, যাদের মধ্যে দুইজন এবং একজন পথচারী এ ঘটনায় আহত হয়েছেন। ভূমিধসের খবর পেয়ে আইটিবিপির একটি দল উদ্ধারকাজ চালাতে ঘটনাস্থলে ছুটে যায়।


স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নিহতরা দিল্লি এবং ভারতের বিভিন্ন স্থান থেকে ভ্রমণে এসেছিলেন। আর আহতদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা।


টেলিভিশন ফুটেজে পাহাড় থেকে গড়িয়ে বড় বড় পাথর নিচে একটি সেতুর ওপর আছড়ে পড়তে দেখা গেছে। এক পর্যায়ে সেতুটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। পাথরের আঘাতে আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


বিবার্তা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com