শিরোনাম
কোচিং বাণিজ্য নিষিদ্ধ করল চীন
প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ২০:৩৯
কোচিং বাণিজ্য নিষিদ্ধ করল চীন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনে স্কুল শিক্ষার্থীদের ওপর ভিত্তি করে গড়ে ওঠা বাণিজ্যিক কোচিং সেন্টারসমূহ নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বরাত এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সিনহুয়া নিউজ।


শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, চীনের স্কুল শিক্ষা কার্যক্রমে যে বিষয়সমূহকে ‘মূল’ বা ‘আবশ্যিক’ হিসেবে তালিকাভূক্ত করা হয়েছে, সেসব বিষয়ে পড়াশোনা স্কুলের বাইরে অন্য কোনো বাণিজ্যিক সংস্থায় আর করতে পারবে না শিক্ষার্থীরা।


বাণিজ্যিক কোচিং সেন্টার খাতে যাবতীয় বিদেশী বিনিয়োগও নিষিদ্ধ করা হয়েছে আদেশে।


সিনহুয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশে অসংখ্য বাণিজ্যিক কোচিং সেন্টার গড়ে উঠেছে, যেগুলোতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্কুল শিক্ষার্থীদের পড়ানো হয়।


এই কোচিং সেন্টারসমূহ চালু থাকার কারণে চীনের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত অভিভাবকরা ব্যাপক আর্থিক চাপের সম্মুখীন হচ্ছেন এবং প্রতিবছর তা বাড়ছে। অভিভাবকদের ভোগান্তি কমানোর জন্যই সাম্প্রতিক এ উদ্যোগ নিয়েছে সরকার।


গত প্রায় দুই দশক ধরে চীনে গড়ে উঠেছে বাণিজ্যিক শিক্ষা কার্যক্রম খাত। বর্তমানে এই খাত দেশের বৃহত্তম অর্থনৈতিক খাতসমূহের একটি।


বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের এই ঘোষণার পর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই খাতটি। এমনকি চীনের শেয়ার বাজারে বাণিজ্যিক কোচিং সেন্টারসমূহের শেয়ারের দামও পড়ে গেছে।

সূত্র : রয়টার্স


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com