শিরোনাম
ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ২২
প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১১:১১
ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইকুয়েডরের দুটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত এবং পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়েছে। এদিকে সহিংসতা ঠেকাতে দেশের সব কারাগারে জরুরি অবস্থা জারি করার ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো। খবর আল জাজিরার।


প্রেসিডেন্ট গুইলারমো লাসো বলেন, মাফিয়ারা বর্তমান সরকারকে দুর্বল ভাবলে ভুল করবে। দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেয়া হবে।


বৃহস্পতিবার (২২ জুলাই) দেশটির প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দাঙ্গা যেন ছড়িয়ে না পড়ে সেকারণে গুয়াইয়াস, কোটোপ্যাক্সি প্রদেশে কারাগার ও আশপাশের এলাকায় পুলিশের বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে।


ইকুয়েডরের কারাগারগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি সংস্থা এসএনএআই বলছে, সংঘর্ষের ঘটনায় পালিয়ে যাওয়া ৭৮ জনকে ফের আটক করা হয়েছে।


এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে তিনটি কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গায় ৭৯ বন্দি নিহত হয়। ইকুয়েডরের মানবাধিকার সংগঠনগুলো জানায়, ২০২০ সালে দেশটির কারাগারে সহিংসতায় ১০৩ জন নিহত হয়।


বিবার্তা/বিআর/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com