শিরোনাম
এবার এস-৫০০ এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া
প্রকাশ : ২১ জুলাই ২০২১, ১১:৩৬
এবার এস-৫০০ এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এটিই হচ্ছে বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার প্যাট্রিয়ট ব্যবস্থার চেয়ে অনেক উন্নত।


এস-৫০০ পরীক্ষার সময় একটি দ্রুত গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশেই সফলভাবে প্রতিহত করে। এটি উন্নত জঙ্গিবিমান ও বোমারু বিমানকেও প্রতিহত করতে সক্ষম।


রুশ নির্মিত এস-৩০০ ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে এবং আকাশকে শত্রুমুক্ত রাখতে এগুলো বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।


তুরস্ক ও ভারতও রাশিয়ার তৈরি এস-৪০০ কিনেছে। তুরস্ক এরিমধ্যে এস-৪০০ এর চালান গ্রহণ করেছে। তবে ভারতের কাছে এখনো হস্তান্তর করা হয়নি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com