শিরোনাম
জাপানে পরমাণু বোমা হামলার হুমকি চীনের (ভিডিও)
প্রকাশ : ২১ জুলাই ২০২১, ১০:০৭
জাপানে পরমাণু বোমা হামলার হুমকি চীনের (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করলে জাপানের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছে চীন।


এক ভিডিও বার্তায় চীন জানিয়েছে, তাইওয়ানকে সাহায্য করলে জাপানের উপর পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না চীন।ইউটিউবের পাশাপাশি চীনের নিজস্ব ভিডিও প্ল্যাটফর্ম ‘শিগুয়া’তেও ওই ভিডিও আপলোড করা হয়েছে। খবর তাইওয়ান নিউজের।


ভিডিওতে আরো বলা হয়েছে, তাইওয়ান চীনের অংশ। দ্বীপরাষ্ট্রটিকে মুক্ত করার অভিযান চালাবে বেইজিং। আর সেই কাজে বাধা দিলে যুদ্ধ হবে। তার ফল ভোগ করতে হবে টোকিওকে।


ভিডিওতে বলা হয়েছে, জাপান যদি তাইওয়ানকে সাহায্য করে তাহলে পরমাণু বোমায় তার জবাব দেওয়া হবে। চীন যদিও যুদ্ধে ফার্স্ট নিউক্লিয়ার স্ট্রাইক’ বা প্রথম আণবিক হামলা না চালাতে বদ্ধপরিকর। কিন্তু জাপান এক্ষেত্রে ব্যতিক্রম।



বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com