শিরোনাম
উ. কোরিয়ার ১০ পারমাণবিক বোমা তৈরির রসদ আছে
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৭, ১৫:৫১
উ. কোরিয়ার ১০ পারমাণবিক বোমা তৈরির রসদ আছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উত্তর কোরিয়ার কাছে ১০টি পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত প্লুটোনিয়াম আছে বলে দাবি করেছে সিউল।

 

পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাছাকাছি আছে- উ. কোরীয় নেতা কিম জং-উনের এমন বক্তব্যের এক সপ্তাহ পর বুধবার দক্ষিণ কোরিয়া এ তথ্য জানালো।  

 

সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইয়ংবিয়নে পারমাণবিক চুল্লি পুনরায় সচল করার পর উ. কোরিয়ার প্লুটোনিয়াম সরবরাহ বেড়েছে। ২০১৬ সালের শেষ দিকে দেশটির হাতে প্রায় ৫০ কিলোগ্রাম অস্ত্র নির্মাণ পর্যায়ের প্লুটোনিয়াম ছিল; যা দিয়ে ১০টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। আট বছর আগে দেশটির প্লুটোনিয়ামের পরিমাণ ছিল ৪০ কিলোগ্রাম।

 

এছাড়া উত্তর কোরিয়ার উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র তৈরির সক্ষমতা আছে বলে জানায় সিউল। তবে তাদের কাছে কি পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে তা জানানো হয়নি।

 

উ. কোরিয়া ২০১৭ সালে পারমাণবিক কর্মসূচি জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম অস্ত্র তৈরি করতে চায়। পিয়ংইয়ং ইতোমধ্যে পাঁচবার পারমাণবিক পরীক্ষা ও অসংখ্যবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

 

গত জুনে যুক্তরাষ্ট্রের থিংকট্যাংক ইনস্টিটিউট ফর সাইন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানায়, উ. কোরিয়ার হাতে ২১টির বেশি পারমাণবিক অস্ত্র আছে। ২০১৪ সালে দেশটির হাতে ১০-১৬টি পারমাণবিক অস্ত্র ছিল। সূত্র: এনডিটিভি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com