শিরোনাম
‘সমগ্র আফগানে তালেবান জয় লাভ করতে পারবে না’
প্রকাশ : ২২ জুন ২০২১, ১৯:১৬
‘সমগ্র আফগানে তালেবান জয় লাভ করতে পারবে না’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সমগ্র আফগানিস্তানে তালেবান জয় লাভ করতে পারবে না বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক উপসম্পাদকীয়তে পাক প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


ইমরান খান এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন তালেবান আফগানিস্তানে একের পর এক অঞ্চল দখল করে চলেছে এবং তালেবানের সঙ্গে পাকিস্তানের গোপন সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের ৫০ থেকে ৭০ শতাংশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে।


প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তালেবান সমগ্র দেশে বিজয়ী হতে পারবে না। তবে আফগানিস্তানে কোনো সরকার সফল হতে হলে তালেবানকে অবশ্যই সরকারে সম্পৃক্ত করতে হবে।


তিনি বলেন, অতীতে পাকিস্তান আফগানিস্তানে যুদ্ধরত দুই গোষ্ঠীর মধ্যে গিয়ে ভুল করেছে। কিন্তু আমরা সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান আফগানিস্তানে শান্তির অংশীদার হতে চায়। তবে যেহেতু যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করছে, সেক্ষেত্রে আফগানিস্তানে পরবর্তী সহিংসতা রোধে আমরা কোনো ঝুঁকি নেব না।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com