শিরোনাম
সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
প্রকাশ : ২১ জুন ২০২১, ১৯:১৬
সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার আল-হাসাকা প্রদেশে মার্কিন সেনাদের আশ-শাদাদি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সোমবার (২১ জুন) ভোরে এই হামলা হয়েছে বলে আস-সাবেরিন নিউজ জানিয়েছে।


আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আশ-শাদাদি ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।


সাবেরিন নিউজ জানিয়েছে, মার্কিন বাহিনী আশ-শাদাদি ঘাঁটিটিকে আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করছে। মূলত কুর্দিদের কাছে আটক একদল আইএস জঙ্গিকে মুক্ত করে এই ঘাঁটিতে প্রশিক্ষণের জন্য আনা হয়েছে। প্রশিক্ষণ শেষে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে তাদেরকে কাজে লাগানো হবে।


সিরিয়ায় এখনো কিছু এলাকা দখল করে রেখেছে মার্কিন বাহিনী। তারা আইএসসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা দিচ্ছে। দখলদার ইসরাইলও একই কাজ করছে। সিরিয়ায় আমেরিকা তেলসহ বিভিন্ন সম্পদ লুটের পাশাপাশি ইসরাইলি স্বার্থও রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com