শিরোনাম
ইরানে নতুন প্রেসিডেন্ট; বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করলো ইসরায়েল
প্রকাশ : ২১ জুন ২০২১, ১০:৫৭
ইরানে নতুন প্রেসিডেন্ট; বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করলো ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিষয়ে বিশ্ব সম্প্রদায়কে সজাগ থাকার আহবান জানিয়েছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রাইসির নেতৃত্বে ইরানে ‘নৃশংস হন্তারকের প্রশাসন’ প্রতিষ্ঠিত হতে চলেছে বলে মন্তব্য করেছেন তিনি।


রবিবার (২১ জুন) প্রথম মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন।


বেনেটের মতে, বিশ্বনেতারা পরমাণু চুক্তিতে ফেরার আগেই ইরানে রাইসির মতো ব্যক্তি নির্বাচিত হওয়ায় সতর্ক হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। কার সঙ্গে বিশ্বনেতারা চুক্তি করতে চলেছেন, সেটা বোঝার সুযোগও তাদের সামনে সৃষ্টি হয়েছে।


১৯৮৮ সালে হাজারো রাজনৈতিক বন্দিকে বিচারবহির্ভূতভাবে ফাঁসি দেয়ার সঙ্গে জড়িত থাকার সন্দেহে যুক্তরাষ্ট্র রাইসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। সে প্রসঙ্গ টেনে বেনেট বলেন, এ ধরনের ব্যাপক হত্যাকাণ্ড যারা ঘটাতে পারে তারা গণবিধ্বংসী অস্ত্র রাখার অনুমতি পেতে পারে না।


ইব্রাহিম রাইসিকে বিজয়ী ঘোষণার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবেই বন্ধুত্বপূর্ণ এবং ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক রয়েছে।


সিরিয়া, ইরাক, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতও শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে একই ধরনের বার্তা পাঠিয়েছে।


গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস সরকার থেকেও ইরানের ‘উন্নতি ও সমৃদ্ধি’ কামনা করা হয়েছে।


তবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ থেকে রাইসির নির্বাচিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।


বিবার্তা/শাওন/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com