শিরোনাম
বাইডেন-পুতিন বৈঠকে বসছেন আজ
প্রকাশ : ১৬ জুন ২০২১, ১০:৩৮
বাইডেন-পুতিন বৈঠকে বসছেন আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রুশ-মার্কিন টানাপোড়েনের মধ্যেই আজ মুখোমুখি বৈঠকে বসছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


জেনেভায় ১৮ শতকের ভিলা ‘লা গ্রাজ’কে হেভিওয়েট এই বৈঠকের ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে। কঠোর নিরাপত্তায় স্থানীয় সময় বেলা ১টায় শুরু হবে আলোচনা। এ সময় দুই রাষ্ট্রপ্রধানের সাথে থাকবেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও সের্গেই ল্যাভরভ।


নানা ইস্যুতে দু’দেশের সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে। তাই বিশ্লেষকরা বলছেন, নজরকাড়া কোনো ঘোষণা নয়। আপাতত তিক্ততা কমানোই বিশ্বের জন্য বড় স্বস্তি।


ধারণা করা হচ্ছে, সাইবার হ্যাকিং-জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ, নিষেধাজ্ঞা আরোপ, ক্রিমিয়া দখল এবং বিরোধী নেতা নাভালনিকে কারাবন্দি করার ইস্যুগুলোই গুরুত্ব পাবে আলোচনায়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com