শিরোনাম
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৫৩
প্রকাশ : ১২ জুন ২০২১, ২০:৫১
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৫৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পশ্চিম নাইজেরিয়ার জামফারা অঞ্চলে হামলা চালিয়ে ৫৩ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। একটি ডাকাতদল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।


শনিবার (১২ জুন) পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদসংস্থা এএফপি।


স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা জুরমি জেলার কদাওয়া, কাওয়াটা, মাদুবা, গন্ডা সামু, সোলাভা ও আসসওয়া গ্রামে হামলা চালায়। তারা বাসিন্দাদের ওপর গুলি চালায়। ডাকাতদলটি কৃষকদের জমিতে গিয়েও তাদের ওপর আক্রমণ করে।


জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বলেছেন, শুক্রবার ১৪টি মরদেহ রাজ্যের রাজধানী গুসাউতে নিয়ে যাওয়া হয়েছে। হামলার পর ওই এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আরো ৩৯টি মরদেহ উদ্ধার করে পার্শ্ববর্তী শহর দৌরানে দাফন করা হয়েছে।


এই ঘটনায় জামফারার গভর্নর বেলো মাতোওয়ালে শুক্রবার একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি স্থানীয়দের আহবান জানিয়েছেন নিজেদের রক্ষা করা জন্য।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com