শিরোনাম
বিশাল স্বর্ণের খনি আবিষ্কার করেছে তুরস্ক
প্রকাশ : ১১ জুন ২০২১, ২০:১৮
বিশাল স্বর্ণের খনি আবিষ্কার করেছে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্ক বিশাল এক স্বর্ণের খনি আবিষ্কার করেছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রিতে এই খনি পাওয়া গেছে। এই খনিতে যে পরিমান স্বর্ণ আছে তার বাজার মূল্য ১.২ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর ইয়েনি শাফাকের।


নতুন এই খনি আবিষ্কার এরদোগানের দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকল্পে সরাসরি ৫০০ লোক নিয়োগ পাবেে এবং পরোক্ষভাবে দুই হাজার চাকরি সৃষ্টি করবে। ২০২২ সালের শেষ দিকে এই খনি থেকে স্বর্ণ তোলা যাবে বলে আশা করা হচ্ছে।


তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারন্ক বলেন, ২০০০-এর দশকের প্রথম দিকে তুরস্ক এক গ্রাম স্বর্ণও উৎপাদন করত না। কিন্তু গত বছর ১৮টি সক্রিয় খনি থেকে ৪২ টন স্বর্ণ উত্তোলিত হয়েছে। ২০০১ সালের আগে পর্যন্ত তুরস্ক তার চাহিদার পুরো স্বর্ণ আমদানি করত। এখন খনি আবিষ্কৃত হওয়ায় বার্ষিক ২.৪ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com