শিরোনাম
স্টেলথ প্রযুক্তির নতুন নৌজাহাজ নির্মাণ করছে রাশিয়া
প্রকাশ : ০৮ জুন ২০২১, ২২:০৩
স্টেলথ প্রযুক্তির নতুন নৌজাহাজ নির্মাণ করছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো স্টেলথ প্রযুক্তির নতুন নৌজাহাজ নির্মাণ করছে রাশিয়া। এতে সমুদ্রে চলাচলের সময় জাহাজটি শনাক্ত করা কঠিন হয়ে পড়বে। মঙ্গলবার (৮ জুন) বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


জাহাজটিতে কামান, ক্রজ ক্ষেপণাস্ত্র ও বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে। ডুবোজাহাজ খুঁজে বের করে তা ধ্বংস করার সক্ষমতাও দেয়া হবে এই জাহাজকে।


সম্প্রতি নৌবাহিনীর আধুনিকায়নে ব্যাপক খরচ করছে রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞায় সংকটে থাকা সামরিক বাহিনীকে পুনর্গঠনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেষ্টার অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।


১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বর্তমানে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার রাজনৈতিক সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।রাশিয়া ইদানীং নৌজাহাজে রাডার-শোষণকারী আবরণের মতো স্টেলথ প্রযুক্তি ব্যবহার করছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com