শিরোনাম
নোবেল পুরস্কারের অর্থ দান করবেন সান্তোস
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৩:৩২
নোবেল পুরস্কারের অর্থ দান করবেন সান্তোস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস জানিয়েছেন, তিনি তার নোবেল শান্তি পুরস্কারের অর্থ ৫২ বছর ধরে চলা বিদ্রোহে ক্ষতিগ্রস্তদের মাঝে দান করবেন। রবিবার বোগোটা শহরে গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য আয়োজিত ধর্মীয় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ ঘাষণা দেন।


সান্তোস বলেন, গত রাতে পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে নোবেল পুরস্কার জয়ের অর্থ তিনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন।


নোবেলে শান্তি পুরস্কার হিসেবে কলম্বিয়ার প্রেসিডেন্ট পাবেন একটি স্বর্ণপদক, সনদ ও প্রায় ৯ লাখ ৩২ হাজার ডলারের চেক। এ অর্থের পুরোটাই দান করবেন বলে ঘোষণা দেন সান্তোস। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোয় আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।


গত মাসে কলম্বিয়ার প্রধান বিদ্রোহী দল ফার্কের সাথে শান্তিচুক্তিতে অবদান রাখার জন্য শুক্রবার নোবেল কমিটি শান্তি পুরস্কারের জন্য সান্তোসের নাম ঘোষণা করে। যদিও ফার্কের সাথে শান্তিচুক্তিটি প্রত্যাখ্যান করেছে দেশটির জনগণ, এটি রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন সান্তোস।


১৯৬৪ সালে কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্কের লড়াই শুরু হয়। বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদি এই লড়াইয়ে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭০ লাখ মানুষ।সূত্র: বিবিসি


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com