শিরোনাম
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে রকেট হামলা চলবে: হামাস
প্রকাশ : ১১ মে ২০২১, ২২:৩২
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে রকেট হামলা চলবে: হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইল আল-কুদস শহর এবং মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে হামলা বন্ধ না করলে দেশটির বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা রকেট হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া।


তিনি বলেন, জেরুজালেম আল-কুদস রাজনৈতিক এবং সরকারিভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার ভারসাম্য তৈরি করেছে। ফিলিস্তিনি জনগণের এই ইচ্ছাশক্তি ও দৃঢ়চেতা মনোভাব চূড়ান্ত বিজয় এনে দেবে।


ইসমাইল হানিয়া বলেন, গাজা উপত্যকার সঙ্গে আল-কুদসের সম্পর্ক অবিচ্ছেদ্য, যখন আল-কুদস সাহায্যের জন্য ডাকে, তখন গাজা তাতে সাড়া দেয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যতক্ষণ পর্যন্ত দখলদার ইসরাইল আল-কুদস শহরে তার সমস্ত আগ্রাসনমূলক কর্মকাণ্ড এবং আল-আকসা মসজিদে হামলা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলবে।


এদিকে হামাসের সামরিক শাখা ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে হামাসের এই হামলা আরো বাড়বে।


ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার জানিয়েছেন, গাজা থেকে ইসরাইলের আশদোদ এবং আসশকেলন শহরে হামাস ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। মাত্র পাঁচ মিনিটে এই দুই শহরে ১৩৭টি রকেট হামলা চালানো হয়েছে।


সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, দুই শহরের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছি আমরা।


ইসরাইলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরাইলি নিহত ও ৭০ জন আহত হয়েছে।


এর আগে, ইহুদিবাদী সেনাদের জঙ্গিবিমান গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণে বোমাবর্ষণ করে।এতে অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com