শিরোনাম
অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেয়া হবে না: ইরান
প্রকাশ : ২০ এপ্রিল ২০২১, ২২:৪৪
অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেয়া হবে না: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসা এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে পরমাণু সমঝোতার অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।


অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে তখন ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হলো।


মঙ্গলবার (২০ এপ্রিল) ইরানের প্রশাসনিক দপ্তরের মুখপাত্র আলী রাবিয়ি রাজধানী তেহরানে এক অনলাইন মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।


এদিকে মঙ্গলবার (২০ এপ্রিল) ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে আরেক দফা আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।


ইরানের ওপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা এবং এ বিষয়ে সমঝোতামূলক কোনো খসড়া চুক্তি তৈরি হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে আলী রাবিয়ি বলেন, পরমাণু সমঝোতা লঙ্ঘন করে ইরানের ওপর আরোপ করা সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার টেকনিক্যালি সম্ভব এবং স্বল্প সময়ের মধ্যে পরমাণু পুনরুজ্জীবিত করা সম্ভব। আমরা আশা করি এই আলোচনার মাধ্যমে প্রত্যাশিত ও গঠনমূলক ফলাফল বেরিয়ে আসবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com