শিরোনাম
ভারতে খোলাবাজারে পাওয়া যাবে করোনা টিকা
প্রকাশ : ২০ এপ্রিল ২০২১, ০৯:১১
ভারতে খোলাবাজারে পাওয়া যাবে করোনা টিকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে সোমবার সিদ্ধান্ত হয়েছে, টিকা উৎপাদনকারী সংস্থাগুলোকে তাদের মোট উৎপাদনের ৫০ শতাংশ পাঠাতে হবে কেন্দ্রকে। বাকি ৫০ শতাংশ খোলাবাজারে বিক্রি করা যাবে এবং রাজ্য সরকারগুলোকেও পাঠানো যাবে।


দেশটিতে সংক্রমণের হার ও টিকাদানের হার বিচার করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে টিকা সরবরাহ করবে কেন্দ্রীয় সরকার। তবে রাজ্য এবং খোলা বাজারে সরবরাহের টিকার দাম কত হবে, তা ঘোষণা করতে হবে ১ মে’র আগেই।


সোমবার দেশটির কেন্দ্র সরকার জানিয়েছে, প্রথম সারির করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মী ও ৪৫ বছরের বেশি বয়সের নাগরিকদের টিকাদান চলবে আগের মতোই। কো-উইন অ্যাপের মাধ্যমে সব নিয়ম মেনে টিকাদান করা হবে। এর সঙ্গে ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিক টিকা নিতে পারবে। সূত্র : আনন্দবাজার


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com