শিরোনাম
ব্রেক্সিট: বড় বড় কোম্পানি ব্রিটেন ছাড়ছে
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১১:৫৮
ব্রেক্সিট: বড় বড় কোম্পানি ব্রিটেন ছাড়ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনাকাঙ্ক্ষিত ঝুঁকি আঁচ করতে পেরেই ব্রিটেন থেকে বড় মাপের কোম্পানিগুলো ধীরে ধীরে ব্রিটেন ছাড়ছে। ব্রেক্সিটের কারণে বিশেষ করে টেরেজা মে যখন আর্টিকল ফিফটিতে ট্রিগারের ঘোষণা দেন, তখন থেকেই ব্রিটেনের অধিকাংশ ব্যবসায়ী বা তাদের রিপ্রেজেন্টেটিভ ব্রাসেলসে শত চেষ্টা করেও কমিশনের কারো সাথে কোনো ধরনের বৈঠক বা ব্যবসায়ের পলিসি নিয়ে কোনো কিছু জানা দূরে থাকুক, টেলিফোন করেও কোনো সাড়া শব্দ পাচ্ছেন না। অপর প্রান্ত থেকে টেলিফোন ধরারই কেউ নেই যেন।


এমন অভিযোগ বেশ কয়েকদিন ধরে করা হলেও সানডে টেলিগ্রাফে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রিপোর্ট প্রকাশিত হয়েছে। স্পেক্ট্রামসহ বৃহৎ কোম্পানিগুলো- যাদের অধিকাংশ বিনিয়োগ এবং অফিস ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে রয়েছে, তারা ব্রিটেনের সাথে আগামীর ব্যবসায়ের বা সিঙ্গেল মার্কেট পলিসি অথবা ব্রেক্সিট নেগোসিয়েশনের টেবিলে তাদের ব্যবসায়ের কি হবে- এমন প্রশ্নে উত্তর জানার জন্য ধর্ণা দিলেও কমিশন কারো কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছে না।



বরং ব্রিটিশ এসব ব্যবসা প্রতিষ্ঠানকে একধরনের ব্রাসেলসে অঘোষিত নিষিদ্ধ করে রাখা হয়েছে। সম্প্রতি কমিশনের বিজনেস মিটিং এ ব্রিটেনের ব্যবসায়ীদের ডাকাই হয়নি, এমনকি সেখানে প্রবেশাধিকারের অঘোষিত নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফ্রেঞ্চ এম্বাসাডার এবং কূটনীতিকরা এ সুযোগের যথেষ্ট অপব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।


ব্রাসেলসের কতিপয় বৃহৎ ১০০ এফটিএস কোম্পানির প্রতিনিধিদের এবং একই সাথে ব্রিটেনে ব্যবসা রয়েছে, ব্রাসেলসের সাথে ব্যবসায়িক সম্পর্ক ও বিনিয়োগ থাকা সত্যেও কমিশন তাদের সাথে ব্যবসায়িক পেপার্স নিয়ে কোন শেয়ার এখন আর করছে না, এমনকি তাদের ডাকাও হচ্ছে না, তাদের কোনো বক্তব্যের জবাবও দেয়া হচ্ছে না।


এমতাবস্থায় ব্রিটেন ও ইউরোপের সাথে ব্যবসা রয়েছে, বিনিয়োগ রয়েছে, এমন বৃহৎ কোম্পানি ব্রিটেন থেকে তাদের গুটিয়ে নেয়ার কথা ভাবছে। এসব বৃহৎ কোম্পানিগুলোর মতামত হলো- ব্রেক্সিট নেগোসিয়েশন চললেও এখন পর্যন্ত ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। তথাপি তারা সুযোগ থেকে প্রায় বঞ্চিত হচ্ছেন।


ব্রিটেনও কমিশনের সাথে এটা নিয়ে কোনো বক্তব্যও দিচ্ছে না বা ব্যর্থ হচ্ছে বলে অনেকেই সানডে টেলিগ্রাফের কাছে অভিযোগ করেছেন। ব্যাংক, এনার্জি, টেলিকম, মিডিয়াসহ সকল ক্ষেত্রেই একই অবস্থা। ইতিমধ্যেই গোল্ডম্যান স্যাচেট এর ২,০০০ হাই অফিসিয়াল ও উচ্চপদস্থ এক্সপার্টরা ব্রিটেন ছাড়ার কথা গোল্ডম্যান স্যাচেটের সাথে আলোচনা করেছেন বলে সিটি এএম এবং সানডে টাইমস রিপোর্ট করেছে।


তবে ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র সানডে টেলিগ্রাফের কাছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তারা এখনো অনেক ব্রিটিশ কোম্পানি ও স্টেকহোল্ডারদের সাথে সাক্ষাত করছেন এবং আলোচনা বন্ধ হচ্ছে না। তবে তিনি ব্রেক্সিট নেগোসিয়েশনের সাথে ব্রিটিশ ব্যবসায়ের অবস্থান নিয়ে কোনো মন্তব্য করতে সম্মত হননি।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com