শিরোনাম
স্মরণকালের সবচেয়ে বিদ্বেষপূর্ণ বিতর্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১১:৫৪
স্মরণকালের সবচেয়ে বিদ্বেষপূর্ণ বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এতটা বিদ্বেষপূর্ণ টেলিভিশন বিতর্ক অনেকেই এর আগে কখনো দেখেননি। ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরস্পরের প্রতি যেভাবে ব্যক্তিগত বিদ্বেষপূর্ণ ও আক্রমণাত্নক ভাষা ব্যবহার করেছেন, তা অনেকটাই নজিরবিহীন।


হিলারি এবং ট্রাম্পের মধ্যকার বিতর্ক যে খুব একটা আন্তরিক পরিবেশে হবে না সেটি প্রথম থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল। বিতর্কের শুরুতে কেউ কারো সাথে হাত মেলাননি। বিষয়টি অনেকের কাছেই দৃষ্টিকটু মনে হয়েছে। যদিও বিতর্কের শেষে তারা হাত মিলিয়েছেন।


মাঝে মধ্যেই বিতর্কের ভাষা বিদ্বেষপূর্ণ হয়ে উঠেছিল। হিলারিকে বেশ কড়া ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। এমনকি হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারি এবং হিলারির ব্যক্তিগত ই-মেইল নিয়ে আক্রমণাত্মক হয়ে উঠেন মার্কিন এ ধনকুবের।


ট্রাম্প বলেন, স্বামী বিল ক্লিনটনের বিবাহ-বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে যেসব নারী জড়িত ছিল তাদের সম্পর্কে হিলারি যেভাবে আক্রমণ করেছেন, তখন ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে হিলারি কারাগারে থাকতেন।


জবাবে হিলারি ক্লিনটনও জোরালো ভাষায় উত্তর দেন। সম্প্রতি ট্রাম্প নারীদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, সেটি উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়। তার মতে, নারীদের সম্পর্কে ট্রাম্পের যেসব মন্তব্য ফাঁস হয়েছে সেগুলো প্রমাণ করে তিনি কেমন ব্যক্তি।


পুরো বিতর্ক এতটাই আক্রমণাত্নক এবং পরস্পরের প্রতি বিদ্বেষপূর্ণ ছিল যে, শেষ পর্যন্ত একজন দর্শক দু'জন প্রার্থীকে পরস্পরের ভালো দিক কি আছে সে সম্পর্কে প্রশ্ন করেন।


এর উত্তরে ট্রাম্প বলেন, ‘তিনি (হিলারি) কখনো হাল ছাড়েন না। তিনি শেষ পর্যন্ত লড়াই করে যান। তিনি বেশ লড়াকু একজন ব্যক্তি।’


হিলারি বলেন, তিনি ট্রাম্পের সন্তানদের পছন্দ করেন। তিনি (ট্রাম্প) যা কিছু করে, আমি তার প্রায় সবগুলোর সাথেই একমত না। কিন্তু তার সন্তানরা অসাধারণ।’ সূত্র: বিবিসি


বিবার্তা/নিশি


>> প্রেসিডেন্ট হলে হিলারিকে কারাগারে পাঠাবেন ট্রাম্প


>> দ্বিতীয় বিতর্কেও এগিয়ে হিলারি


>> দ্বিতীয় বিতর্কে মুখোমুখি হিলারি-ট্রাম্প

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com