শিরোনাম
প্রেসিডেন্ট হলে হিলারিকে কারাগারে পাঠাবেন ট্রাম্প
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১১:২৮
প্রেসিডেন্ট হলে হিলারিকে কারাগারে পাঠাবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে‘পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহারে’র কারণে হিলারি ক্লিনটনকে কারাগারে পাঠাবেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীদের দ্বিতীয় মুখোমুখি বিতর্কে তিনি এ মন্তব্য করেন।


সোমবার সকাল ৭টায় মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিতর্কে মুখোমুখি হন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এতে সঞ্চালক হিসেবে আছেন এবিসি টেলিভিশনের মার্থা রাডাৎস ও সিএনএনের অ্যান্ডারসন কুপার।


বিতর্কে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট হলে একজন আইনজীবী নিয়োগ দেবেন, যিনি হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের বিষয়টি তদন্ত করবেন এবং এ জন্য তাঁকে কারাগারে যেতে হবে।


এর প্রতিক্রিয়ায় হিলারি ক্লিনটন ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন এবং এর ফলে গোপন কোনো নথি ভুল ব্যক্তির হাতে যায়নি বলেও উল্লেখ করেন।


কর ফাঁকি দেয়ার বিষয়ে ট্রাম্প বলেন, হিলারির বন্ধু ওয়ারেন বাফেটের চেয়ে তিনি কোটি কোটি ডলার বেশি কর পরিশোধ করেছেন। তিনি বলেন, ‘হিলারি আপনাদের কর বাড়িয়ে দিতে যাচ্ছেন।’


হিলারি ক্লিনটন বলেন, ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার সরকার নির্বাচনে প্রভাব ফেলতে হ্যাকিং পরিচালনা করছে। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের জোর ধারণা, মার্কিন সরকারের তথ্য হ্যাকিংয়ের পেছনে রাশিয়া রয়েছে।


ট্রাম্প বলেন, ‘আমি পুতিনকে চিনি না, আমি রাশিয়া সম্পর্কে কিছু জানি না।’ যদিও এর আগে নির্বাচনী প্রচারণায় পুতিনের নেতৃত্বের প্রশাংসা করেন তিনি।


অন্যদিকে হিলারি বলেন, নারীদের অবমাননার জন্য ট্রাম্পকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ২০০৫ সালের একটি ভিডিওটেপ প্রকাশের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। এতে দেখা যায়, ট্রাম্প নারীদের নিয়ে অশালীন মন্তব্য করছেন।


বিতর্ক শুরু হওয়ার কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে তিনি এমন তিন নারীকে হাজির করেন, যারা বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ করেছেন।


ট্রাম্প বলেন, ২০০৫ সালের অশালীন মন্তব্য নিয়ে তিনি গর্বিত নন। তবে তিনি বলেন, রাজনীতির ইতিহাসে বিল ক্লিনটন সবচেয়ে বেশি নারী নির্যাতন চালিয়েছেন।


বিবার্তা/নিশি


>> দ্বিতীয় বিতর্কে মুখোমুখি হিলারি-ট্রাম্প


>> দ্বিতীয় বিতর্কেও এগিয়ে হিলারি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com