শিরোনাম
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২৯ লাখ ছাড়াল
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২১, ১০:০০
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২৯ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ১ হাজার ১২৪ জন। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৪২১ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৯৭৬ জন।


আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।


মহামারি করোনায় এখন পর্যন্ত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ৩৭ হাজার ২৪৩। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭২ হাজার ৮৪৯ জনের।


দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৩১। এর মধ্যে ৩ লাখ ৪১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে।


ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৬১। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৮৯২ জনের মৃত্যু হয়েছে।


বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫৯ হাজার ২৭৮। এর মধ্যে ৯ হাজার ৪৪৭ জনের মৃত্যু হয়েছে।


২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com