শিরোনাম
রাশিয়ায় প্রতিনিধি অফিস খুলছে হিজবুল্লাহ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২১, ২২:৪৫
রাশিয়ায় প্রতিনিধি অফিস খুলছে হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের একটি প্রতিনিধিত্বমূলক অফিস খুলবে রাশিয়ার রাজধানী মস্কোয়। বিষয়টি দুই পক্ষ বিবেচনা করছে। খবর ফার্স নিউজের।


রেডিও তেহরান জানিয়েছে, গত মাসে হিজবুল্লাহ একটি প্রতিনিধিদল এবং সেই সময় দুপক্ষের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। গত ১৫ মার্চ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হিজুবল্লাহর প্রতিনিধিদলকে মস্কোয় স্বাগত জানান। হিজবুল্লাহর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্য মোহাম্মাদ রা’দ। সমস্ত গণমাধ্যম তখন এই ইঙ্গিত দিয়েছিল যে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হিজবুল্লাহর প্রতিনিধিদলের হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে।


রাশিয়ার অনুরোধে ওই বৈঠক অনুষ্ঠিত হয় এবং হিজবুল্লাহর সঙ্গে আগে যে বৈঠক হয়েছিল তার চেয়ে এবারের বৈঠক ভিন্ন ছিল।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com