শিরোনাম
তাইওয়ানে হামলা চালাতে পারে চীন!
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২১, ২১:১৪
তাইওয়ানে হামলা চালাতে পারে চীন!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চাইনিজ তাইপের নিয়ন্ত্রণ নেয়ার জন্য চীন তাইওয়ানের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী।


ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন ২৫তম নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন বলেন, আমাদের কাছে যে ইঙ্গিত আছে তাতে তাইপের ওপর হামলার ঝুঁকি বাড়ছে। ​চলতি দশকে বিশেষ করে আগামী ছয় বছরে এই ঝুঁকি স্পষ্ট হবে।


তাইওয়ানকে চীন নিজের অংশ মনে করে। এজন্য তারা ‘এক চীন’ নীতির আওতায় তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায়। আন্তর্জাতিক সমাজও এক চীন নীতি সমর্থন করে। সারা বিশ্বের প্রায় সব দেশই তাইওয়ানকে চীনের অংশ হিসেবে মেনে নিয়েছে। এক চীন নীতির আওতায় তাইওয়ানের সঙ্গে কোনো দেশের রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা মেনে নেয় না বেইজিং।


সাম্প্রতিক সময়ে তাইওয়ান প্রণালীর কাছে চীন সামরিক মহড়া বাড়িয়েছে। তাইওয়ানও চীনের সামরিক হামলার মুখে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আসছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com