শিরোনাম
কানাডায় করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়ালো
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২১, ১২:৩৮
কানাডায় করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়ালো
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কানাডায় করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে বর্তমানে তৃতীয় দফার সংক্রমণ চলছে। ফলে কয়েকটি প্রদেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্রিটিশ কলম্বিয়ায় নতুন করে দুই হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।


দেশটির সম্প্রচার কেন্দ্রগুলোর খবরে বলা হয়েছে, শুরু থেকে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছে ২৩ হাজারেরও বেশি লোক। এদিকে দেশটির জনবহুল দুটি রাজ্য অন্তারিও ও কুইবেকে ইস্টার উইকেন্ডে জনস্বাস্থ্য বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।


কানাডায় গত বছরের ডিসেম্বরে টিকা দেয়ার কাজ শুরু হয়। কিন্তু ফাইজার-বায়োএনটেক ও মর্ডানার টিকা সরবরাহ কাজে বিলম্ব ঘটে। এছাড়া দেশটি নিরাপত্তার স্বার্থে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার টিকা দেয়ার ক্ষেত্রে বয়স সীমাবদ্ধ করে দিয়েছে। এ পর্যন্ত দেশটির ১৪.৬ শতাংশ লোক অন্তত প্রথম ডোজ টিকা পেয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com