শিরোনাম
দ্বিতীয় বিতর্কেও হিলারি এগিয়ে
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১০:৫৫
দ্বিতীয় বিতর্কেও হিলারি এগিয়ে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুটি দলের প্রার্থীদের দ্বিতীয় মুখোমুখি বিতর্কে তাৎক্ষণিক জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। সোমবার সকালে বিতর্কের পর সিএনএন পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।


সোমবার সকাল ৭টায় সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিতর্ক শুরু হয়। ৯০ মিনিট স্থায়ী এই বিতর্কে সঞ্চালক হিসেবে ছিলেন এবিসি নিউজের মার্থা রাড্ডাটজ ও সিএনএনের অ্যান্ডারসন কুপার। সিএনএনসহ অধিকাংশ মার্কিন টিভি নেটওয়ার্ক ও ইন্টারনেটে এ বিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়।


জরিপটি পরিচালনা করতে সিএনএন ৫৩৭ জন নিবন্ধিত ভোটারের সাক্ষাৎকার নিয়েছে, যারা বিতর্কটি দেখেছেন। তাদের মধ্যে ৫৭ শতাংশ ভোটার হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছেন এবং ৩৪ শতাংশ সমর্থন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সিএনএন জানায়, জরিপে ভুল হওয়ার সম্ভাবনা চার শতাংশ।


দ্বিতীয় বিতর্কে হিলারি ক্লিনটন জয় পেলেও প্রথমবারের মতো শক্ত অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। গতবার ৬২ শতাংশ সমর্থন পেয়েছিলেন সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী।


বিতর্কে হিলারি ক্লিনটন বলেন, ‘তার (ট্রাম্প) কোনো কিছুই আমাকে আশ্চর্য করে না। আমার ওপর মিথ্যার যে ঝড় বইয়ে দিয়েছেন তিনি, তাতে আশ্চর্য হয়েছি। আমি সত্যিই কল্পনা করতে পারি না যে কেউ এভাবে দাঁড়িয়ে মিথ্যার পর মিথ্যা বলে যেতে পারেন। আপনারা মনে করতে পারেন যে পলিটিফ্যাক্ট (রাজনীতিতে মিথ্যা তদন্তবিষয়ক প্রকল্প) জানায়, এ পর্যন্ত যাদের মূল্যায়ন করা হয়েছে, ট্রাম্প সবচেয়ে বেশি মিথ্যাবাদী। তারা বলেছেন, ট্রাম্প ৭০ শতাংশ মিথ্যা বলেন। আমার মনে হয় এটা তারও বেশি।’


এছাড়া ট্রাম্পের কর ফাঁকি ও নারীর অবমাননা, হিলারির ব্যক্তিগত ই-মেইল ব্যবহার, ইসলামিক স্টেট (আইএস), সিরিয়া ইত্যাদি বিষয় স্থান পায় বিতর্কে।


বিবার্তা/নিশি


>> প্রেসিডেন্ট হলে হিলারিকে কারাগারে পাঠাবেন ট্রাম্প


>> দ্বিতীয় বিতর্কে মুখোমুখি হিলারি-ট্রাম্প

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com