শিরোনাম
পরমাণু সমঝোতায় ইরানকে আগে ফিরতে হবে: ব্লিঙ্কেন
প্রকাশ : ০৬ মার্চ ২০২১, ২২:৫৬
পরমাণু সমঝোতায় ইরানকে আগে ফিরতে হবে: ব্লিঙ্কেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটাতে ‘কূটনীতির পথ খোলা’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। একইসঙ্গে তিনি ইরানকে আগে তার পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসার দাবি জানিয়েছেন।


সম্প্রতি নিউজ চ্যানেল পিবিএস’কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যখন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছি তখন ইরানও এই বাক্স থেকে সরে পড়েছে।


ব্লিঙ্কেন আরো বলেন, আমরা ইরানকে আবার সেই বাক্সে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং এজন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে সে বিষয়টি এড়িয়ে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার আগে আমরা দেখতে চাই ইরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি মেনে চলছে।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনি প্রতিশ্রুতিতে ইরানের পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তনের কথা বললেও ক্ষমতা হাতে পাওয়ার পর বিষয়টিকে ইরানের সঙ্গে সম্পর্কযুক্ত করে দিয়েছেন। অথচ ইরান বলছে, ওয়াশিংটনই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগে এই সমঝোতা থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছে। কাজেই তাকে নিঃশর্তভাবে এই সমঝোতায় ফিরে আসতে হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com