শিরোনাম
তুরস্কে গাড়ি বোমা হামলায় ৮ সৈন্য নিহত
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ২২:১৫
তুরস্কে গাড়ি বোমা হামলায় ৮ সৈন্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্ব অঞ্চলে রবিবার এক নিরাপত্তা চৌকিতে গাড়ি বোমা হামলায় ৮ তুর্কি সৈন্য নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে এ খবর জানায়।


এ হামলার জন্য কুর্দি বিদ্রোহী যোদ্ধাদের দায়ী করা হচ্ছে। সম্প্রচার মাধ্যম সিএনএন-তুর্ক জানায়, ইরাক ও ইরান সীমান্তের কাছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাক্কারি প্রদেশে সংঘটিত এ হামলায় অপর ৫ সৈন্য আহত হয়েছে।


বার্তা সংস্থা দোগান জানায়, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সেমদিনলি জেলায় অবস্থিত ওই নিরাপত্তা চৌকিতে হামলার জন্য দায়ী। নিরাপত্তা বাহিনী যানবাহন তল্লাশি চালানোর সময় এ বোমা বিস্ফোরিত হয়।


পিকেকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে ৩২ বছর ধরে বিদ্রোহ করে যাচ্ছে। ১৯৮২ থেকে এ পর্যন্ত এ বিদ্রোহে প্রায় ৪০ হাজার লোক নিহত হয়েছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকে সন্ত্রাসী সংগঠন অবিহিত করে থাকে।


রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু’র হিসেব মতে, গতবছর একটি আড়াই বছর মেয়াদী যুদ্ধবিরতি ভেঙ্গে পড়ার পর থেকে এ পর্যন্ত ৬ শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য ও ৭ হাজারের বেশি পিকেকে যোদ্ধা নিহত হয়েছে।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com