
বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ কোটি ৮২ লাখ ৩৫ হাজার ১৭ জন। সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯০৫ জন। মৃত্যু হয়েছে ২৪ লাখ ৯৬ হাজার ৬৬৬ জন।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ৭১৮ জন। মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ৯৯৬ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ২৯ হাজার ৩২৬ জন। মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৫৯৮ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৬০ হাজার ৬২১ জন। মারা গেছেন ২ লাখ ৪৮ হাজার ৬৪৬ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]