শিরোনাম
বিশ্বে করোনায় একদিনে ১২ হাজার ৯০২ মৃত্যু
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ১০:৪৫
বিশ্বে করোনায় একদিনে ১২ হাজার ৯০২ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বব্যাপী করোনায় গত একদিনে মৃত্যু হয়েছে ১২ হাজার ৯০২ জনের। এনেয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৩০ হাজার ৯২৪ জনে। সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৪০ হাজার ৮৭৫ জন। মোট সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৪৯ লাখ ৫১ হাজার ৯৫০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৪ লাখ ২৯ হাজারেরও বেশি। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৯৭৫ জন।


আজ রবিবার (১৭ জানুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।


বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪৩ জন। মারা গেছেন ৪ লাখ ৫ হাজার ২৬১ জন।


ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ৮৭ হাজার ৭১০ জন। মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৩১১ জন।


ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ লাখ ৫৬ হাজার ৭০৫ জন। মারা গেছেন ২ লাখ ৯ হাজার ৩৫০ জন।


তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।


এরই মধ্যে কয়েকটি কোম্পানির টিকার অনুমোদন দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বেশ কয়েকটি দেশ টিকা প্রয়োগ শুরু করেছে। বাংলাদেশেও চলতি মাসের মধ্যে টিকা আসার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com