শিরোনাম
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫৬
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ১০:৪০
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫৬
আন্তর্জাতি ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৯ শতাধিকের বেশি মানুষ। এখনও জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।


রবিবার (১৭ জানুয়ারি) দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থার (বিএনপিবি) বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, গত শুক্রবার ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পে ৯ শতাধিকের বেশি মানুষ আহত হয়েছেন। প্রায় ১৫ হাজার লোক ঘরবাড়ি ছেড়ে গেছেন নিরাপদ আশ্রয়ের আশায়। এদের অনেকে গিয়ে পর্বতগুলোতে আশ্রয় নিয়েছেন আর বাকিরা উদ্ধাস্তু কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন।


ভূমিকম্পে ৩ শতাধিকের বেশি বাড়ি, ২টি হোটেল, একটি হাসপাতাল, স্থানীয় গভর্নরের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় আরেকটি ভূমিকম্প হতে পারে, সেটি সুনামিরও কারণ ঘটাতে পারে। সে কারণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।


প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের কথিত ‘রিং অব ফায়ার’ (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) এর ‍উপর ছড়িয়ে থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। ২০১৮ সালে সুলাওয়েসির পালু শহরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পরও সুনামি সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com