শিরোনাম
কংগ্রেসে হামলার পর ৩ আইনপ্রণেতার করোনা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২১, ১৩:৪১
কংগ্রেসে হামলার পর ৩ আইনপ্রণেতার করোনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে গত বুধবার হামলার ঘটনার পর তিন আইনপ্রণেতার দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। গত সপ্তাহে ক্যাপিটল ভবনে হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা। গত কয়েকদিনে বেশ কয়েকজন আইনপ্রণেতা তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর করোনা আক্রান্তের বিষয়টি ধরা পড়েছে। বিবিসি।


বুধবার (১৩ জানুয়ারি) পার্লামেন্ট ভবনে হামলার সময় দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। বহু মানুষ একত্র হওয়ায় আগে থেকেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের ডেমোক্র্যাট সদস্য বোনি ওয়াটসন কোলেম্যান, প্রমিলা জয়পাল এবং ব্র্যাড শেইডার জানিয়েছেন যে, তারা করোনায় আক্রান্ত হয়েছেন।


গত সপ্তাহে ক্যাপিটল হিলে দাঙ্গার সময় তারা একটি নিরাপত্তা কক্ষে আশ্রয় নেন। বেশ কিছু ফুটেজে দেখা গেছে সেখানে অনেক রিপাবলিকান সদস্য মাস্ক পরা ছিলেন না। একটি ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকজন আইনপ্রণেতা মাস্ক পরতে বলা হলেও তারা তা করেনি।


সিবিএস-এর বেশ কিছু ছবিতে দেখা গেছে যে প্রমিলা জয়পালও ক্যাপিটল ভবনের ভেতরে থাকা অবস্থায় মাস্ক ছাড়া ছিলেন। এদিকে, মেডিকেল বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, আরো আইনপ্রণেতারাও হয়তো করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।


করোনা মহামারির এক বছরে এখন পর্যন্ত সবচেয়ে আক্রান্ত ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জন। অপরদিকে মারা গেছে ৩ লাখ ৮৯ হাজার ৫৯৯ জন।


উল্লেখ্য, এই তিন ডেমোক্র্যাট সদস্যই রিপাবলিকান আইনপ্রণেতাদের দিকে অভিযোগ তুলেছেন। তাদের দাবি ওই আইনপ্রণেতারা মাস্ক না পরায় অন্যরা আক্রান্ত হয়েছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com