শিরোনাম
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১৯ লাখ ৩৪ হাজার
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২১, ১০:০০
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১৯ লাখ ৩৪ হাজার
আন্তর্জাতি ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন ১৯ লাখ ৩৪ হাজার ৮১৩ জন। সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে ৯ কোটি ৭৭ হাজার ৪৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ৩৬৫ জন।


আজ রবিবার (১০ জানুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।


বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৯৩৮। মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ৪৮০ জন।


ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৫১ হাজার ৩৪৬। মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৪৮ জন।


তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮০ লাখ ৭৫ হাজার ৯৯৮। মারা গেছেন ২ লাখ ২ হাজার ৬৫৭ জন।


তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি ১০ম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com