
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে যাওয়ার আগেই পা ভেঙেছেন। শনিবার কুকুরের সঙ্গে খেলতে গিয়ে তিনি পা ভেঙেছেন।তবে ভাঙা পা নিয়েই তিনি ব্যস্ত সময় পার করছেন। খবর বিবিসির।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাইডেন তার পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে ডান পায়ে চোট পান। পরে স্ক্যান করলে দেখা যায় ডান পায়ের হাড় ভেঙেছে তার। আগামী কয়েক সপ্তাহ জো বাইডেনকে বিশেষ বুট পরে থাকতে হবে জানিয়েছেন ডাক্তাররা।
বাইডেনের অফিস জানিয়েছে, প্রাথমিক এক্স-রে’তে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। এরপর মেডিকেল স্টাফেরা সিটিস্ক্যান করলে তার হাড় ভাঙার বিষয়টি ধরা পড়ে। ডান পায়ের পাতায় দুটি ছোট হাড়ের মাঝে হেয়ার লাইন ফ্র্যাকচার ধরা পড়েছে।
সেই রিপোর্ট পরীক্ষা করে চিকিৎসক কেভিন জানান, ইলেক্টেড প্রেসিডেন্টকে আগামী কয়েকদিন একটি বিশেষ বুট পরে হাঁটাচলা করতে হবে। এই ফ্র্যাকচার খুব সুক্ষ হলেও বাইডেনের বয়সে তা চিন্তার। ৭৪ বছরের জো বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি প্রেসিডেন্ট। জানুয়ারিতেই হোয়াইট হাউসের দখল নেবেন তিনি।
এদিকে জো বাইডেনের পা ভাঙার খবর শুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার বার্তায় বলেছেন, দ্রুত সেরে উঠুন।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]