শিরোনাম
টিকার তথ্য নিতে উত্তর কোরিয়ার সাইবার হামলা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ০৮:৪৪
টিকার তথ্য নিতে উত্তর কোরিয়ার সাইবার হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মানবদেহে মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে কার্যকর বলে প্রমাণিত একটি ভ্যাকসিনের তথ্য হাতিয়ে নিতে ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকায় সাইবার হামলা চালিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা।


বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনার বিষয়ে জানেন এমন দুজন তাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।


সেখানে বলা হয়, নেটওয়ার্কিং সাইট লিংকডইন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকাররা প্রথমে আস্ট্রাজেনেকার কর্মীদের সঙ্গে ভুয়া কাজের প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন। এরপর চাকরির কাগজ পাঠানোর নামে তাদের কাছে গোপনে ক্ষতিকর কোড পাঠানো হয়। এসব ডকুমেন্ট কম্পিউটারে ডাউনলোড করলে সে কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের হাতে।


এ বিষয়ে জেনেভায় জাতিসংঘে উত্তর কোরিয়ার দূতের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অতীতে সাইবার হামলার নানা অভিযোগ সবসময়ই অস্বীকার করে এসেছে উত্তর কোরিয়া। এদিকে আস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রস্তুতকারকেরাও বিষয়টি নিয়ে রয়টার্সের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে প্রয়োজনীয় তথ্য নিতে হ্যাকাররা সফল হয়নি বলে ধারণা সংশ্লিষ্টদের।


ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেশটির প্রখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের বিজ্ঞানীদের সহায়তায় করোনার ওই ভ্যাকসিন আবিষ্কার করেছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com