শিরোনাম
আফগানিস্তানে মুহুর্মুহু রকেট হামলা, নিহত ৮
প্রকাশ : ২১ নভেম্বর ২০২০, ১৭:৪০
আফগানিস্তানে মুহুর্মুহু রকেট হামলা, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন এলাকায় রকেট হামলায় ৮ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) কাবুলের বিভিন্ন স্থানে অন্তত ২৩ টি রকেট আঘাত এনেছে। খবর ফার্স নিউজের।


আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) হঠাৎ করে বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু হয়। এতে ৮ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। কাবুলে অবস্থিত ইরানি দূতাবাসেও রকেট আঘাত হেনেছে। তবে কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি হামলার দায় স্বীকার করেনি।


ইরান দূতাবাস এক টুইটার বার্তায় জানিয়েছে, ইরান দূতাবাসের খোলা প্রাঙ্গনে একটি রকেট এসে পড়েছে। এর ফলে কেউ হতাহত না হলেও মূল ভবনের কিছুটা ক্ষতি হয়েছে।


আফগান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, অন্তত ১৪টি রকেট হামলা হয়েছে৷ রাজধানী শহরের যে অংশে হামলা চালানো হয়েছে সেখানে বহু আন্তর্জাতিক সংস্থার দফতরও রয়েছে৷


ওই মুখপাত্র আরো জানিয়েছেন, আবাসিক এলাকা গুলিতেই রকেটগুলি আছড়ে পড়েছে৷ ফলে ক্ষয়ক্ষতি আশঙ্কা বাড়ছে৷ইতিমধ্যেই হামলার বহু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে৷ তাতে দেখা যাচ্ছে বহু বাড়ি, অফিস এবং বহুতলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷


সেপ্টেম্বর মাস থেকে তালেবান এবং আফগান সরকারের মধ্যস্থতাকারীদের মধ্যে দোহায় শান্তি বৈঠক শুরু হয়েছে৷ তাতে খুব বেশি অগ্রগতি হয়নি৷ উল্টে গত কয়েকমাসে আফগানিস্তানে জঙ্গি হামলা বেড়েছে৷ তবে কয়েকদিনের মধ্যেই দোহাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে তালেবান ও আফগান সরকারের মধ্যস্থতাকারীদের বৈঠকে বসার কথা রয়েছে৷ শুক্রবার (২০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ খবর জানানোর পরের দিনই এ ভয়াবহ হামলার ঘটনা ঘটলো।


তালেবানের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী ২০২১ সালের মাঝামাঝি সময়ের মধ্যে আফগানিস্তান থেকে সব বাহিনী প্রত্যাহার করে নেবে আমেরিকা৷ এ সপ্তাহের শুরুতেই পেন্টাগন জানায়, খুব শিগগিরই আরো ২০০০ মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে নেয়া হবে৷ এই পরিস্থিতিতে গত ছ মাসে আফগানিস্তানে ৫৩টি আত্মঘাতী হামলা চালিয়েছে তালেবানরা৷ মোট ১২৫০টি বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ যার ফলে ১২১০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২৫০০ জন৷


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com