শিরোনাম
জো বাইডেনকে চীনের অভিনন্দন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২০, ২১:৫৭
জো বাইডেনকে চীনের অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত জো বাইডেনকে শুক্রবার অভিনন্দন জানিয়েছে চীন। আমেরিকার নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করার প্রায় এক সপ্তাহ পর চীন অভিনন্দন জানালো।


শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানায়।


সিএনএন জানায়, আজ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমেরিকান জনগণের পছন্দকে সম্মান করে চীন।’


‘আমরা বাইডেন ও মিসেস হ্যারিসকে অভিনন্দন জানাই। একই সঙ্গে আমরা বুঝতে পেরেছি, মার্কিন নির্বাচনের ফলাফল মার্কিন আইন ও পদ্ধতি অনুসারে নির্ধারণ করা হবে,’ তিনি বলেন।


এর আগে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানানোর বিষয়ে সিএনএন তাকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। তখন কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেয়ার ঘোষণার অপেক্ষায় ছিলেন বলে মনে করা হচ্ছিলো।


তখন ওয়াং বলেছিলেন, তারা বাইডেনের জয়ের ঘোষণাকে ‘নোট’করেছে।


ওয়াং সোমবার বলেন, ‘আমরা আন্তর্জাতিক প্রথা অনুযায়ী অভিনন্দন বার্তার বিষয়টি দেখবো।’


বাইডেনকে শুভেচ্ছা জানানো সর্বশেষ গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে চীন একটি। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইসরায়েল, ফ্রান্স, জার্মানিসহ অনেক দেশই ইতোমধ্যে বাইডেনের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছে।


২০১৬ সালের নির্বাচনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বিজয়ী ঘোষণার একদিন পর ট্রাম্পকে অভিনন্দন জানান।


দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমবর্ধমান অবনতির ও ট্রাম্প প্রশাসনের প্রতি ক্রমবর্ধমান কঠোর মনোভাবের কারণে, বাইডেনের জয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত চীনা সংবাদমাধ্যমগুলো সতর্ক অবস্থানে আছে।


বিবার্তা/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com