শিরোনাম
নেভাডায় এগিয়ে বাইডেন, জর্জিয়ায় দুইজনে সমানে সমান
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২০, ১১:৩৫
নেভাডায় এগিয়ে বাইডেন, জর্জিয়ায় দুইজনে সমানে সমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নেভাডা রাজ্যের দিকে এখন তাকিয়ে পুরো বিশ্ব। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত নিজের আধিক্য ধরে রেখেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।


অন্যদিকে, জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘টাই’ অবস্থানে আছেন জো।


যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত এবং বাংলাদেশ সময় শুক্রবার (৬ নভেম্বর) সকাল পর্যন্ত নেভাডায় ৮৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। আর ট্রাম্পের দখলে আছে ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট।


সংখ্যার হিসেবে অঙ্গরাজ্যটিতে প্রায় সাড়ে ১১ হাজার বেশি পপুলার ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। রাজ্যটিতে যখন ৭৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছিল তখনো সাত হাজারের অধিক ভোটে এগিয়ে ছিলেন ওবামা প্রশাসনের সময় থাকা যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্ট। নেভাডায় আর প্রায় দুই লাখ ৩৩ হাজার ভোট গণনা বাকি আছে। সবকিছু ঠিকঠাক থাকলে নেভাডার ৬টি ইলেকটোরাল কলেজ ভোট অর্জনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হবে বাইডেন।


অন্যদিকে, পূর্বের রাজ্য জর্জিয়ায় আধিপত্য কমতে শুরু করেছে ট্রাম্পের। প্রায় ৯৯ শতাংশ ভোট গণনায় ট্রাম্প ও বাইডেন দুইজনের দখলেই এখন প্রায় ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট। ১৬ ইলেকটোরাল ভোট থাকা রাজ্যটিতে আর প্রায় ৫০ হাজার ভোট গণনা বাকি আছে। কাজেই চমক বা দুর্ঘটনা যেকোনটিই হতে পারে এখান থেকে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com