শিরোনাম
থাইল্যান্ডে জরুরি অবস্থা প্রত্যাহার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২০, ২২:৪৮
থাইল্যান্ডে জরুরি অবস্থা প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচার এক আদেশে দেশটির জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে দেশটির রাজধানী ব্যংককসহ প্রধান শহরগুলোতে জরুরি অবস্থা চলছিল।


রাজার ক্ষমতা কমিয়ে আনা ও প্রধানমন্ত্রীর পদত্যাগসহ বেশ কিছু দাবিতে উত্তাল হয়ে আছে থাইল্যান্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই জরুরি অবস্থা জারি করা হয়।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) একটি রয়েল গেজের ঘোষণায় বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তবে এটি সমাধান হওয়ায় জরুরি অবস্থা স্থগিত করা হল। বর্তমান পরিস্থিতিতে এখন থেকে সাধারণ আইন প্রয়োগ করা হবে। বিক্ষোভ দমনে গত ১৫ অক্টোবর জরুরি অবস্থা জারি করেছিল দেশটির সরকার।


এতে চারজনের বেশি মানুষের জমায়েত ও কারফিউ আরোপ করা হয়। তবে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভে আরো বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।


এর আগে বুধবার বিক্ষোভকারীরা পদত্যাগের জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে তিন দিনের আলটিমেটাম দেয়। এর মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। না হলে আবার বিক্ষোভে নামবেন তারা।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com