শিরোনাম
আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
প্রকাশ : ১২ অক্টোবর ২০২০, ১০:৫৭
আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার ভয়াবহ বিস্ফোরণে আফগান ন্যাশনাল আর্মির ১০ সেনা সদস্যসহ ১৩ জন প্রাণ হারিয়েছেন। ডেইলি সাবাহর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।


রবিবার (১১ অক্টোবর) আফগানিস্তানের শের-ই-পাল প্রদেশে সেনাবহরে ওই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। যদিও এখন পর্যন্ত তালেবান বা অন্য কোনো গোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।


আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, দেশটির বাঘলানে আরো একটি স্থলমাইন উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।


এছাড়া, গত বুধবার লাঘমানে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জনের। লাঘমানের প্রাদেশিক গভর্নর রহমাতুল্লা ইয়ারমলের কনভয় লক্ষ্য করে এদিন বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রাদেশিক গভর্নর। ১০ জনের মৃত্যুর পাশাপাশি আহত হন ৩০ জনেরও বেশি মানুষ।


প্রাদেশিক গভর্নর রহমাতুল্লা ইয়ারমলের সামান্য আঘাত লাগলেও তা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আসাদুল্লাহ দৌলতজাই জানান, গভর্নর এখন সুস্থ রয়েছেন।


বিবার্তা/এনেক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com