শিরোনাম
এক-চতুর্থাংশের বেশি এলাকা হারিয়েছে আইএস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১০:৫৭
এক-চতুর্থাংশের বেশি এলাকা হারিয়েছে আইএস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়া ও ইরাকে তাদের নিয়ন্ত্রণে থাকা এক-চতুর্থাংশেরও বেশি এলাকা হারিয়েছে। নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিশ্লেষক সংস্থা আইএইচএস এ তথ্য জানিয়েছে।


তারা জানায়, ২০১৫ সালের জানুয়ারিতে জঙ্গিগোষ্ঠিটির যে এলাকা নিয়ন্ত্রণ করছিল সেটি ২৮ শতাংশ কমে এসেছে। এ বছরের প্রথম নয় মাসে আইএসের এলাকা ৭৮ হাজার কিলোমিটার থেকে কমে বর্তমানে ৬৫ হাজার কিলোমিটারে এসে দাঁড়িয়েছে।


তবে আইএইচএস জানায়, গত তিন মাসে আইএসের ক্ষতির পরিমাণ কমে এসেছে। জুলাই থেকে মাত্র ২৮শ’ কিলোমিটার হারিয়েছে আইএস। রাশিয়া আইএস লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা কমিয়ে দেয়ার পর থেকেই এই ধীরগতি লক্ষ্য করা যায় বলে সংস্থাটির দাবি। বছরের শুরুতে রুশ বিমান হামলার ২৬ শতাংশ ছিল আইএসের বিরুদ্ধে, তবে বছরের মাঝামাঝিতে এটি নেমে আসে ১৭ শতাংশে।


আইএইচএসের প্রধান রাশিয়া বিশ্লেষক অ্যালেক্স ককচারভ বলেন, ‘আসাদ সরকারকে সামরিক সাহায্য দেয়াকেই রাশিয়া প্রাধান্য দিচ্ছে এবং সম্ভবত তারা চাইছে সিরিয়ার গৃহযুদ্ধকে কয়েক পক্ষের যুদ্ধ থেকে রূপান্তর করে সিরিয়া সরকার এবং জঙ্গিগোষ্ঠীগুলোর মধ্যে একটি যুদ্ধে পরিণত করতে। ফলে দেশটির বিরোধীপক্ষের প্রতি যে আন্তর্জাতিক সমর্থন রয়েছে তাকে খাটো করা হচ্ছে।


তারপরও আইএসের যে ক্ষতি হয়েছে তা উল্লেখযোগ্য হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। জঙ্গিগোষ্ঠীটিকে তুর্কি সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে ঠেলে দেয়া হয়েছে এবং ইরাকি বাহিনী কায়ারাহ বিমানঘাঁটি পুনর্দখল করেছে।


চলতি মাসের শেষদিকে ইরাকে আইএসের শক্ত ঘাঁটি মসুলে একটি আক্রমণ শুরু হওয়ার কথা রয়েছে। সেই হামলা যদি সফল হয়, তবে সেটি হবে গোষ্ঠীটির জন্য বড় একটি ধাক্কা। সূত্র: বিবিসি


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com