শিরোনাম
আর্মেনিয়া-আজারবাইজানকে আলোচনার প্রস্তাব রাশিয়ার
প্রকাশ : ০১ অক্টোবর ২০২০, ১১:২৪
আর্মেনিয়া-আজারবাইজানকে আলোচনার প্রস্তাব রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে লড়াই বন্ধে শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দুই দেশের সরকারের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই ফোনালাপে তিনি প্রস্তাবটি দেন। এ ছাড়া তিনি যুদ্ধাবস্থা বন্ধেরও আহ্বান জানান। খবর বিবিসির।


গত রবিবার থেকে বিতর্কিত অঞ্চলটিতে সংঘাতে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া। এই সংঘাতে এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। নাগারনো কারাবাখ অঞ্চলে গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় লড়াইয়ের ঘটনা।


সাবেক সোভিয়েত ইউনিয়ন দেশগুলোর একটি সামরিক জোটের সদস্য রাশিয়া। যে জোটে আর্মেনিয়া রয়েছে এবং দেশটিতে একটি রুশ সামরিক ঘাঁটিও রয়েছে। অবশ্য আজারবাইজান ও আর্মেনিয়া, উভয় দেশের কাছেই অস্ত্র সরবরাহ করে মস্কো। তবে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে।


অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আর্মেনিয়া ও আজারবাইজানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই যুদ্ধের বিষয়ে গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। তার আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও গত সোমবার দুই পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com