শিরোনাম
ট্রাম্পের মজার ও বিতর্কিত কয়েকটি উক্তি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১০:০৬
ট্রাম্পের মজার ও বিতর্কিত কয়েকটি উক্তি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ট্রাম্পকে পছন্দ বা অপছন্দ যা-ই করুন, তিনি যে পুরোদস্তুর একজন এন্টারটেইনার বা বিনোদনকারী তা আপনিও হয়তো মানবেন এখানে থাকল তার অদ্ভুত ও মজার কিছু উক্তি।


৭/১১: ‘আমি ওখানেই ছিলাম, আমি দেখছিলাম পুলিশ আর দমকলবাহিনী ছোটাছুটি করছে।’ ৭/১১ এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিধ্বস্ত হওয়ার ঠিক পর মুহূর্তের ঘটনা’ ট্রাম্প আসলে ৯/১১-র কথা বলতে গিয়ে ভুল তারিখ বলেছিলেন।


অন্যের স্ত্রীর ঢাক পেটানো: প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজের উদ্দেশ্যে টুইটারে: ‘টেড আমার স্ত্রী মেলানিয়ার একটি ছবি তার প্রচারে ব্যবহার করেছেন সাবধান টেড, আমিও তোমার স্ত্রীর ঢাক পেটাতে পারি’।


হিলারির স্বামী অসন্তুষ্ট: ‘হিলারি যেখানে নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, সেখানে পুরো অ্যামেরিকার জনগণকে কীভাবে সন্তুষ্ট করবেন?’ ট্রাম্পের ইশারা বিল ক্লিনটন আর মনিকার সেই স্ক্যান্ডালের প্রতি।


হিলারি প্রসঙ্গ: ‘হিলারি ক্লিনটনের জনপ্রিয়তা আসলে ‘নারী’ স্ট্যাম্প এর জন্য সত্যি কথা হলো, তিনি যা অঙ্গীকার করছেন, তার কিছুই দিতে পারবেন না যদি হিলারি পুরুষ হতেন, তাহলে ৫ ভাগও ভোট পেতেন না তিনি নারী বলেই এত ভোট পাচ্ছেন আর মজার ব্যাপার হলো, নারীরা তাকে একদম পছন্দ করেন না’।


ওবামার জন্মনিবন্ধন জাল: ‘একটা গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, বারাক ওবামার জন্ম নিবন্ধন আসলে জাল-’ ট্রাম্পের উদ্দেশ্য ওবামার জন্ম যে যুক্তরাষ্ট্রে নয় তা খুঁজে বের করা এবং মানুষকে জানানো।


ট্রাম্পের আইকিউ: ‘আমার আইকিউ সাধারণের চেয়ে অনেক বেশি। দুঃখিত, এ নিয়ে আপনাদের দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ, এতে আপনাদের কোনো হাত নেই’।


গোপনাঙ্গের ইঙ্গিত: ‘এই হাতগুলোর দিকে তাকান, এগুলো ছোট? (রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মার্কোর উদ্দেশে) সে বলেছে, যেহেতু আমার হাতগুলো ছোট, তাই অন্য অঙ্গগুলোও ছোট কিন্তু আমি বলছি, না, সেখানে কোনো সমস্যা নেই’ (আসলে ট্রাম্প এখানে পুরুষাঙ্গ বোঝাতে চেয়েছেন)।


মেয়ে: ‘ইভাঙ্কা যদি আমার মেয়ে না হতো তাহলে আমি তার সঙ্গে হয়ত প্রেম করতাম’। ইভাঙ্কা ট্রাম্পের বয়স ৩৪ বছর।


মেক্সিকোর মানুষ: ‘যখন মেক্সিকো যুক্তরাষ্ট্রে মানুষ পাঠায়, তারা তাদের সেরা মানুষদের পাঠায় না, এমন মানুষদের পাঠায় যাদের সমস্যা রয়েছে আর সেই সমস্যাগুলো তারা আমাদের উপর চাপিয়ে দেয়। সেইসব মানুষ মাদক আনে, অপরাধ আনে, পাশাপাশি তারা ধর্ষক। কেবল অল্প কয়েকজন ভালো মানুষ’।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com