শিরোনাম
সৌদি আরবের ৯০তম জাতীয় দিবস উদযাপন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:২৫
সৌদি আরবের ৯০তম জাতীয় দিবস উদযাপন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে সৌদি আরবের ৯০তম জাতীয় দিবস উদযাপিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও স্থানীয় নাগরিকের পাশাপাশি প্রবাসীরাও দিবসটি উদযাপন করেছে। তবে করোনা পরিস্থিতি আমলে রেখে নেয়া হয় ব্যাপক সতর্কতা।


১৯০২ সালের ১৫ জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আব্দুর রহমান আল সৌদ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তার পৈত্রিক শহর রিয়াদ দখল করে। দীর্ঘ ৩২ বছর সংগ্রামের পর ১৯৩২ সালের ২১ মে এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরবের বিভিন্ন অংশের একত্রীকরণের ঘোষণা দেয়া হয়।


পরবর্তীতে একই বছর ২৩ সেপ্টেম্বর আধুনিক সৌদি আরব গঠিত হয়। সেই থেকে দিনটিকে জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয়। দিবসটি উপলক্ষে দেশটির শহরগুলোকে সাজানো হয় ভিন্নমাত্রায়।


জাতীয় দিবসে সরকারি ছুটি ছিল চারদিনের। প্রতি বছরের মতো এবারো প্রবাসী বাংলাদেশীরা পরিবার-পরিজন নিয়ে দিবসটি উদাপন করেন।


বাংলাদেশী কর্মীরা ৩ যুগ ধরে সৌদি আরবে জীবিকার তাগিদে বসবাস করে আসছেন। বর্তমানে প্রায় ২০ লাখের বেশি বাংলাদেশী শ্রমিক বিভিন্ন পেশায় দেশটিতে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com